২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বগুড়া জেলার বিভিন্ন কলেজ থেকে ন্যুনতম জিপিএ-৪.৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কলকালীতে ভরে উঠেছিল পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস। এইচএসসি পরীক্ষায় তাদের সাফল্যের জন্য সংবর্ধনার আয়োজন করেছিল পুণ্ড্র ইউনিভার্সিটি। ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। মেধাবী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির দিয়ে বরণ ও সংবর্ধনা জ্ঞাপন করা হয় ১ ডিসেম্বর রবিবার ১০.০০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম এর সঞ্চলনায় এবং ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। অতিথি হিসেবে অনলাইনে আরও বক্তব্য দেন বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন। প্রধান অতিথি’র বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলেন, জীবনে বড় হতে হলে শুধু মেধা দিয়ে হবে না, পরিশ্রমীও হতে হবে। অনুষ্ঠানের গেস্ট অব অনার প্রফেসর ড. হোসনে-আরা বেগম তার বক্তব্যে শিক্ষার্থীদের সময়ের মূল্য সম্পর্কে সচেতন ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে আরো অধিক সর্তক এবং যত্নবান হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বর্তমান জেনারেশনকে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোর্ড ট্রাষ্টিজের ভাইস-চেয়ারম্যান রোটাঃ ডাঃ মতিউর রহমান পিএইচডি, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, টিএমএসএস এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, সৈয়দ আলী আহম্মেদ কলেজের প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন। মেধাবী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সৈয়দ আলী আহম্মেদ কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ সাদিয়া আফরিন ও মোঃ নাহিদ ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, গণচিত্র পত্রিকার সম্পাদক ও আদিবাসী সংগঠক অধ্যাপক নজরুল ইসলাম, আনসার-হোসনে আরা নৈশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক, কলেজসমূহের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
- December 01, 2024
- PUB